Last Updated: Sunday, August 18, 2013, 19:02
সরকারি প্রতিশ্রুতিই সার। রবিবার সরকারি দরে পেঁয়াজের দেখা পেলেন না ক্রেতারা। অগত্যা খোলা বাজার থেকে ৭০ টাকা কেজি দরেই পেঁয়াজ কিনতে হল। যার ছাপ পড়ল ছুটির দিনের খাবার মেনুতে। লাগাম ছাড়া পেয়াজের মূল্যবৃদ্ধিতে আপাতত সে গুড়ে বালি। পেঁয়াজ না পেয়ে তাই ছুটির দিনে মাংস খাওয়া থেকে মুখ ফেরাচ্ছেন মধ্যবিত্ত। অনেকে আবার কাটছাঁট করছেন বাজেটে।